বাংলাদেশি ওপেনার তানজিদ হাসান তামিম টি-টোয়েন্টিতে এক বছরে সর্বোচ্চ রানের রেকর্ড স্থাপন করেছেন। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন মোহাম্মদ নাঈম শেখ।
বুধবার চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলেন তানজিদ। এই ইনিংসের মাধ্যমে তিনি নাঈমের রেকর্ড ছাড়িয়ে যান।
২০২৫ সালে তানজিদ ২৩টি ইনিংসে মোট ৬২২ রান করেছেন। তার ইনিংসগুলোতে ৬টি ফিফটি, গড় ২৯.৬১, স্ট্রাইক রেট ১৩৫.২১, ৪৯টি চার এবং ৩৪টি ছক্কা রয়েছে।
এর তুলনায় ২০২১ সালে নাঈম শেখ ২৬ ইনিংসে ৫৭৫ রান করেছিলেন। ওই বছরের তার গড় ছিল ২৩.০০ এবং স্ট্রাইক রেট ১০০.৩৪।
চলতি বছরের সর্বোচ্চ রানের তালিকায় তৃতীয় স্থানে আছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ২১ ইনিংসে তিনি ৫৬৪ রান করেছেন, ৪টি ফিফটি ও গড় ২৯.৬৮ এবং স্ট্রাইক রেট ১৩২.৭০। ২০২২ সালে লিটন ৫৪৪ রান করেছিলেন।







