দুই মাসের মধ্যে দেশের ১ কোটি ৬০ লাখ মানুষ খাবারের সংকটে পড়তে পারে, এছাড়া তীব্র অপুষ্টির ঝুঁকিতে থাকবে ১লাখ শিশু। এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে সরকার ও উন্নয়ন সহযোগীদের করা খাদ্য নিরাপত্তা ও অপুষ্টি সংক্রান্ত জাতীয় বিশ্লেষণে।
খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট, ইউনিসেফ এবং বিশ্ব খাদ্য সংস্থার গবেষণায় বলা হয়েছে, ১৩ জেলার দেড় কোটি মানুষের জন্য খাদ্য সংকট বর্তমানে বড় উদ্বেগের বিষয়। পাশাপাশি ১২ লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্যও খাদ্য নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে খাদ্য সংকটের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
গবেষণায় রাজনৈতিক অস্থিরতাকেও ঝুঁকির একটি কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, “রাজনৈতিক স্থিতিশীলতা এবং খাদ্য নিরাপত্তার বিষয় একসাথে বিবেচনা না করলে সংকট আরও গভীর হবে। সাধারণ মানুষের জীবনযাত্রা ও কৃষক সমাজের অবস্থা নির্বাচনের আগে আলোচনার বিষয় হওয়া উচিত।”
বিশ্লেষকরা সতর্ক করেছেন, নির্বাচনের ধুমধাম চলাকালীন সময়ে সরকারের দায়িত্বশীল পদক্ষেপ ছাড়া খাদ্য সংকট আরও প্রকট হতে পারে।







