দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (এ্যাপেক)-এর শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘খুনি’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার গিয়াংজু শহরে অনুষ্ঠিত ওই সম্মেলনে দেওয়া বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প মোদির স্বভাব নিয়ে কথা বলতে গিয়ে বলেন, “মোদি দেখতে ভালো, তবে তিনি একজন খুনি—খুবই কঠোর মানুষ।” তিনি আরও উল্লেখ করেন, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে।
পাকিস্তানকে প্রশংসা, ভারতকে সমালোচনা
বক্তৃতায় ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রশংসা করে বলেন, “তারা দুজনেই দুর্দান্ত মানুষ।”
তিনি দাবি করেন, পাকিস্তান ভারতের সাতটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। একইসঙ্গে ট্রাম্প পুনরায় বলেন, তার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য যুদ্ধ বন্ধ হয়েছিল।
ট্রাম্পের ভাষায়, “আমি দুই দেশের প্রধানমন্ত্রীকে ফোন করে বলেছিলাম—যুদ্ধ বন্ধ না করলে বাণিজ্য চুক্তি করা হবে না। এরপরই পরমাণু শক্তিধর ভারত ও পাকিস্তান যুদ্ধ বন্ধ করতে রাজি হয়।”
রাহুল গান্ধীর প্রতিক্রিয়া
এদিকে, ট্রাম্পের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, “মার্কিন প্রেসিডেন্ট দেশ-দেশ ঘুরে ভারতের প্রধানমন্ত্রীকে অপমান করছেন। মোদি সাহেব, ভয় পাবেন না, প্রতিক্রিয়া জানানোর সাহস দেখান।”
রাহুল গান্ধী আরও বলেন, “ট্রাম্পের দাবি—তার মধ্যস্থতায় ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধ হয়েছে এবং পাকিস্তান ভারতের সাতটি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে—এই দাবিগুলোর বিষয়ে মোদির অবস্থান কী, সেটি জনগণ জানতে চায়।”







