চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ভক্তরা সোচ্চার হচ্ছেন। আগামী শনিবার (১ নভেম্বর) দুপুর ২:৩০ মিনিটে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে সারাদেশ থেকে ভক্তরা অংশ নেবেন।
আয়োজকরা জানান, সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পার হলেও তার রহস্যজনক মৃত্যু এখনো সঠিকভাবে তদন্ত করা হয়নি। পরিবারের অভিযোগ থাকলেও প্রকৃত অপরাধীরা এখনও আইনের আওতায় আসেননি। নতুনভাবে দায়ের হওয়া হত্যা মামলার দ্রুত তদন্ত এবং আসামিদের গ্রেপ্তারের দাবিতেই মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভক্তরা অংশগ্রহণের আহ্বান জানাচ্ছেন। আয়োজক কমিটির এক সদস্য বলেন, “সালমান শাহ শুধু একজন তারকা নন, তিনি বাংলাদেশের সিনেমার নবজাগরণের প্রতীক। তার মৃত্যুর রহস্য আজও অমীমাংসিত, যা আমাদের কষ্ট দেয়। আমরা রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি।”
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় যশোরে সালমান শাহর হত্যার বিচারের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। কাঠেরপুল যুব সংঘের উদ্যোগে শহরের মণিহার সিনেমা হলের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে মোমবাতি প্রজ্বলন করা হয়। ভক্তরা তখন আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় রহস্যজনকভাবে মারা যান সালমান শাহ। শুরুতে এটি আত্মহত্যা বলে দাবি করা হলেও পরিবার এবং ভক্তরা সবসময়ই এটিকে পরিকল্পিত হত্যার ঘটনা বলে উল্লেখ করেছেন। ২৯ বছর পর গত ২১ অক্টোবর এই হত্যার নতুন মামলা দায়ের করা হয়েছে, যেখানে ১১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি এবং চলচ্চিত্রের খলনায়ক ডনসহ কয়েকজনের নাম রয়েছে।







