মুহম্মদ আবুল বাশার:
ময়মনসিংহের আভিযানিক দল র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার শাহ্ মোঃ রাশেদ রাহাত,জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশিক খান শুষানগনের নেতৃত্বে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করে দালালদের গ্রেফতার করা হয়।
২৯-শে অক্টোবর(বুধবার)মোবাইল কোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য মোঃ মাসুদুল করিম (৪৮), পিতা-আক্কাস আলী,সাং-চরপাড়া,ছামির (২৩), পিতা-চান মিয়া, সাং-কিসমত, রুবেল(৫৫), পিতা-শফিক, সাং বেলতলী,আজাহার (৪৮), পিতা- তোতা মিয়া, সাং- চরপাড়া, শামীম (২৭),পিতা- আঃ রাহেদ,সাং-ছিপান, আশরাফুল (২৩), পিতা- নৈমদ্দিন, সাং-বালিপাড়া, হারিদুল ইসলাম (৪২), পিতা- আঃ সিদ্দিক, সাং-সরিষা,মোঃ আলামিন (২৫), পিতা-ছালু মিয়া, সাং-চরপাড়া, তুষার আহম্মেদ (২৭), পিতা-আব্দুল হান্নান, সাং-চড়পাড়া, বিজয় (৫০),পিতা-বসুনাথ হরিজন, সাং-নতুন বাজার, নজরুল ইসলাম (৪৫),পিতা-মৃত আলতাফ হোসেন, সাং-শিকারীকান্দা, ইদ্রসি আলী (৪০), পিতা আরশেদ আলী,সাং-দিত্তপাড়া, শহিদুল ইসলাম (৩০), পিতা-কামরুজ্জামান, সাং-দাড়াইকুটি, ইমন (১৯), পিতা- মনির, সাং-চরপাড়া নয়ন মিয়া (৪৮), পিতা- আঃ গফুর, সাং-চরপাড়া, চঞ্চল (৩৩), পিতা-সুশিল দাস, সাং-সজবরুখীলা, সরকারী কাজে বাধা প্রদান করায় ১৮৬০ সনের দন্ডবিধি আইনের ১৮৬ ধারা মোতাবেক প্রত্যেককে ২০ দিন বিনাশ্রম কারাদন্ড ও আঃ রাজ্জাক (৬২), পিতা- মৃত শওকত আলী,সাং- চরপাড়াকে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং মোঃ আলামিন (৪৫), পিতা-নওশের আলী, সাং-সারটিয়া, ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান পূর্বক জেল হাজতে প্রেরন করেন।উল্লেখ্য যে, উক্ত দালাল চক্রের সদস্যরা গরীব অসহায় রোগী ও তাদের স্বজনদের ভুল তথ্য দিয়ে, কম খরচ ও উন্নত চিকিৎসার মিথ্যা আশ্বাস দিয়ে এমনকি জিম্মি করে ফাঁদে ফেলে পছন্দের অনুমোদনহীন ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে পাঠায়, যা দরিদ্র রোগীদের আর্থিক ক্ষতির সম্মুখীন করে।জনগনের কল্যাণের স্বার্থে র্যাবের এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







