অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি:
‘মানসম্মত হেলমেট, নিরাপদ গতি—কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৫ উদ্যাপন করেছে লক্ষ্মীপুর সড়ক বিভাগ ও জেলা প্রশাসন।
দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে হেলমেট বিতরণ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামসেদ আলম রানা এবং সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোশারফ হোসেন।
কর্মসূচির অংশ হিসেবে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা করার পর ৩১ জন চালককে হেলমেট প্রদান করা হয়।
এ সময় ইউএনও জামসেদ আলম রানা বলেন, ‘সড়কের নিয়ম–নীতি মেনে চললেই দুর্ঘটনা কমবে। এতে যেমন নিজের জীবন নিরাপদ থাকবে, তেমনি সড়কে চলাচল করা অন্যান্য পথচারীর জীবনও সুরক্ষিত থাকবে।’
একই সঙ্গে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংক্রান্ত সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।







