অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা না রেখেও ‘জুলাই যোদ্ধা’ তালিকায় ঢুকে পড়া ১২৮ জনের নাম বাতিল করেছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রকাশিত গেজেট তালিকায় কিছু ব্যক্তির ক্ষেত্রে তথ্য যাচাই করার পর দেখা গেছে, তারা আহত নয়, আন্দোলনে অংশগ্রহণ করেননি, কিংবা তাদের নামে একাধিক গেজেট প্রকাশিত হয়েছে। এ কারণে জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে তাদের নাম বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহ বিভাগের ২১ জন, সিলেট বিভাগের ২৬ জন, চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, খুলনা বিভাগের ৯ জন, রংপুর বিভাগের ৩ জন, ঢাকা বিভাগের ১৪ জন, রাজশাহী বিভাগের ১৩ জন এবং বরিশাল বিভাগের ২ জন রয়েছেন। এছাড়া, গেজেটে দুইবার নাম থাকায় ২৩ জন এবং আহত নয় বা আন্দোলনে সম্পৃক্ত নয় এমন ১০৫ জনের গেজেট বাতিল প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, যারা প্রতারণার মাধ্যমে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন এবং বেআইনিভাবে সরকারের অর্থ গ্রহণ করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গেজেট বাতিল করা ব্যক্তিদের মধ্যে রয়েছে নেত্রকোনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে ব্যক্তি। মন্ত্রণালয় এই পদক্ষেপকে ভুয়া পরিচয় ও সরকারি অর্থের অপব্যবহার রোধের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করেছে।
এই প্রজ্ঞাপন প্রকাশের মাধ্যমে সরকার নিশ্চিত করছে যে, জুলাই আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত নন এমন কোনো ব্যক্তিকে ভুলভাবে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না এবং ভবিষ্যতে এই ধরনের ভুল বা প্রতারণামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব হবে।
 
			 
			






