গাজীপুর,প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়ায় ইয়াবা সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক পৃথক দুটি অভিযানে এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন: ১. জহিরুল ইসলাম (৩৭), পিতা: হাতেম তাই, সাং: রায়েদ, ইউনিয়ন: রায়েদ। ২. মোহাম্মদ ইয়াসিন, পিতা: মোহাম্মদ আলী, সাং: বড়িবারি, ইউনিয়ন: সিংহশ্রী। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, মাদক ইয়াবা সেবনের দায়ে জহিরুল ইসলামকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, মোহাম্মদ ইয়াসিনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করা হয়।
কাপাসিয়া থানার এসআই সাইদুর রহমান মামলা দুটির তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় এই দণ্ডাদেশগুলো প্রদান করা হয়েছে। মাদকের বিরুদ্ধে নিয়মিত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
 
			 
			






