চাইথোয়াইমং মারমা, বিশেষ প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী রাজস্থলী উপজেলা শাখার যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজস্থলীতে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা যুবদলের উদ্যোগে উপজেলা পরিষদ ময়দান থেকে র্যালিটি শুরু হয়।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা মডেল মসজিদের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা উপজেলা যুবদলের সদস্য সচিব উজ্বল কান্তি তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় উপজেলা যুবদলের আহবায়ক শামীম আহম্মেদ রুবেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ ।
এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি নুরুনবী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞো মারমা,যুগ্ন সাধারণ সম্পাদক আবদুল সালাম বাবলু,সহ সাংগঠনিক সম্পাদক মো, মুন্না,জেলা মহিলা দলের সদস্য লাকী মারমা, আইয়ুব চৌধুরী, বেলাল হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও যুবদল প্রতিষ্ঠার লক্ষ্য তুলে ধরে বলেন, দেশের ভবিষ্যৎ গঠনে যুবদলকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তারা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য বজায় রাখা এবং সব ধরনের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সমাবেশে উপজেলা যুবদলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের ওয়ার্ড পর্যায়ে বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







