(শরণখোলা, বাগেরহাট প্রতিনিধি):
উপকূলীয় ও সন্নিহিত এলাকায় নারীর সক্ষমতা উন্নয়ন প্রকল্পের আওতায় বাগেরহাটের শরণখোলায় “স্বপ্ন–২য় পর্যায়” প্রকল্পের ত্রৈ-মাসিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার সাউথখালী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন খলিল মির। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মো. সালাহ উদ্দিন, ইউনিয়ন কর্মসূচি কর্মকর্তা তন্ময় মিত্র সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় কমিউনিটি ও ইউনিয়ন পরিষদের সদস্যদের অংশগ্রহণে সভায় জলবায়ু ঝুঁকি ও দুর্যোগকালীন সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণ, নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে স্থানীয় উদ্যোগ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের নারীদের স্বাবলম্বী ও দক্ষ করে তোলা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তাদের নেতৃত্বে আনা এখন সময়ের দাবি। এতে শুধু পরিবার নয়, সমগ্র সমাজ উপকৃত হবে।
অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগ, সহযোগিতায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং সুইডেন সরকার।







