দিনাজপুর প্রতিনিধি:
দেশে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতা ও সচেতনতার অভাবে দূষণ বেড়ে চলেছে বলে মন্তব্য করেছেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
তিনি বলেন, হালকা প্রকৌশল শিল্পের উৎপাদনে বায়ু দূষণ একটি বড় সমস্যা। শিল্পের উৎপাদনে নির্গত বর্জ্য সঠিকভাবে নিষ্কাশন না হওয়ায় পরিবেশ, মাটি, বায়ু ও পানি দূষিত হচ্ছে। এর ফলে মানুষ জটিল রোগে আক্রান্ত হচ্ছে এবং জীববৈচিত্রের ক্ষতি বাড়ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
বুধবার (২৯ অক্টোবর) দিনাজপুর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) জেলা কার্যালয়ের আয়োজনে “হালকা প্রকৌশল শিল্পের উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল অথবা নির্গত বর্জ্য নিষ্কাশনে পরিবেশের উপর প্রভাব ও দূষণ নিয়ন্ত্রণ করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. জাহেদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, বিসিক ঢাকা উপকরণ শাখার উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সামিউল ইসলাম, রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক জাফর বায়জীদ এবং স্বাগত বক্তব্য রাখেন উপব্যবস্থাপক চারু চন্দ্র বর্মন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিজ্ঞান অনুষদের এগ্রোফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শোয়াইবুর রহমান।
মুক্ত আলোচনায় অংশ নেন পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি প্রভাতি রানী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মো. বোরহান উদ্দিন, সাবেক কাউন্সিলর আশরাফুজ্জামান বাবু, উত্তরণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের রাশেদ উল ইসলাম, চেম্বার পরিচালক মোর্শেদ সুমন, বিএসটিআই জেলা কর্মকর্তা মো. হাবিবুর রহমান এবং পাটোয়ারী বিজনেস হাউজের ব্যবস্থাপনা পরিচালক শহিদুর রহমান পাটোয়ারী মোহন।
সেমিনারের সঞ্চালনার দায়িত্ব পালন করেন বিসিক জেলা কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।







