তানভির হোসেন রাজু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ৩২০ জন কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বসতবাড়ির আঙ্গিনায় শাক-সবজির বীজ ও মাঠে চাষযোগ্য জমির জন্য সবজির বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার ২৯ অক্টোবর সকাল সাড়ে ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এর উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার রাফিকা আক্তার,উপসহকারী কৃষি কর্মকর্তা আবু হোসেন সহ আর অনেক।
উল্লেখ্য,বসত বাড়িতে চাষযোগ্য ১০০ জন কৃষক কৃষাণীদের শীতকালীন শাকসবজির ৭ রকমের বীজ বেগুন,পালংশাক,লালশাক,মটরসুটি,লাউ,মুলা, বাটিশাক ও ২২০ জন কৃষক কৃষাণীদের মাঝে মাঠে চাষ যোগ্য লাউ,বেগুন মিষ্টিকুমড়া, শাশা বীজ ১০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি বিতরণ করা হয়।







