জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তরকে প্রতারণা হিসেবে আখ্যায়িত করে প্রধান উপদেষ্টাকে দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ ২৯ অক্টোবর বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করে অভিযোগ করেন, কমিশনের পক্ষ থেকে বিএনপিকে নোট অব ডিসেন্ট বা ভিন্নমত দেওয়ার সুযোগের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা এড়িয়ে যাওয়া হয়েছে।
মির্জা ফখরুল বলেন, আমাদের নোট অব ডিসেন্ট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু তা করা হয়নি। এটা জনগণের সঙ্গে প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা। নির্বাচনই এখন সকল সমস্যার একমাত্র সমাধান।
তিনি আরও বলেন, সংসদেই সিদ্ধান্ত নেওয়া হবে—এটা স্পষ্ট। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, আপনি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন, অন্যথায় তার দায় আপনাকেই নিতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, যারা নৈরাজ্য দেখতে চায়, তারাই নির্বাচন পেছানোর কথা বলছে। আমরা চাই জনগণের ভোটের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হোক।







