রিপন মারমা, কাপ্তাই:
রাঙামাটি কাপ্তাইয়ের কাপ্তাই ব্লাড ব্যাংক উদ্যোগে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ও রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ জানলো ৩’শত ৫০ জন শিক্ষার্থী।
মঙ্গলবার (২৮অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই বিএসপিআই সিভিল উড ( পূর্ব) এ বিএসপিআই রেড ক্রিসেন্ট সোসাইটিতে এ অনুষ্ঠান সভা আয়োজন করা হয়।
সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ভারপ্রাপ্ত অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাসের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার মো দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই ব্লাড ব্যাংক সভাপতি সুগত তঞ্চঙ্গ্যা, কাপ্তাই ব্লাড ব্যাংক প্রতিষ্ঠাতা বীর কুমার তঞ্চঙ্গ্যা, বিএসপিআই ইঞ্জিনিয়ার ও বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ।
বক্তারা বলেন ‘ফ্রী ব্লাড গ্রুপ’ ক্যাম্পেইনের মাধ্যমে নিজেদের রক্তের গ্রুপ জেনেছেন শিক্ষার্থীরা। মানবতার সেবায় সকলকে এগিয়ে আসতে হবে। রক্তদিয়ে একটি জীবনকে বাঁচাতে হবে। তাই প্রতিটি মানুষের প্রয়োজন তার নিজ রক্ত গ্রুপ জানা। কাপ্তাই ব্লাড ব্যাংক বিনামূল্যে আর্তমানবতার সেবায় যে উদ্যোগ নিয়েছি তা প্রশংসনীয় বলে মত প্রকাশ করা হয়।
এসময় বিএসপিআই এর সকল বিভাগীয় প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন,কাপ্তাই ব্লাড ব্যাংক সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক জনাব সুবিকাশ তঞ্চঙ্গ্যা, কোষাধ্যক্ষ সোহেল তঞ্চঙ্গ্যা, কার্যনির্বাহী সদস্য অপু তঞ্চঙ্গ্যা, মিস মনিকা তঞ্চঙ্গ্যা মেডিকেল টেকনোলজিস্ট ইমু তঞ্চঙ্গ্যা ও মিস তিথি চাকমা। আজকের এ ক্যাম্পেইনের সফল ভাবে সম্পন্ন করার পিছনে কাপ্তাই ব্লাড ব্যাংক’কে সার্বিকভাবে সহযোগিতা করেছিলেন ১০০নং ওয়াগ্গা মৌজার সম্মানিত অরুণ তালুকদার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর সার্ভিলেন্স অ্যান্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডাঃ জয়ধন তঞ্চঙ্গ্যা।







