অভিনয়ের পাশাপাশি গানেও নিজের অবস্থান তৈরি করছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। ২০১৮ সালে তার প্রথম গান ‘পটাকা’ প্রকাশ পায়। এরপর আরও তিনটি গান উপহার দিয়েছেন তিনি।
গত বছর ফুয়াদ আল মুক্তাদিরের সংগীতায়োজনে একটি নতুন গান রেকর্ড করেন ফারিয়া। তবে দেড় বছর পেরিয়ে গেলেও গানটি এখনো প্রকাশ পায়নি। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি জানান, “ভালো একটি কাজ অনেক মানুষের সমন্বয়ে হয়। আমি শুধু গান নয়, দর্শকের জন্য আলাদা ধরনের মিউজিক ভিডিও তৈরি করি—তাই একটু সময় লাগে।”
নুসরাত ফারিয়া জানান, ফুয়াদ আল মুক্তাদির, সঞ্জয়সহ বেশ কয়েকজন সংগীত পরিচালকের সঙ্গে তার নতুন গান প্রস্তুত আছে। ভবিষ্যতে প্রিয় শিল্পীদের সঙ্গে কোলাবরেশনের পরিকল্পনাও রয়েছে। অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। এ মাসের শেষ দিকে নতুন সিনেমার শুটিং শুরু করার কথা রয়েছে।
টালিউডে দীর্ঘদিন কাজ না করার বিষয়ে ফারিয়া বলেন, “ওপার বাংলায় কাজ করছি না কয়েক বছর হলো। বিশেষ কোনো কারণ নেই—ভিসা ও ট্রাভেল জটিলতার কারণে ওখানে কাজ করা এখন কঠিন।”







