সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ৩ গ্রুপের পৃথকভাবে পালিত হয়েছে। মঙ্গলবার (২৮/১০/২৫) বেলা ১১ টায় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার গ্রুপের আনন্দ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির অফিস (একাংশ) হাসপাতাল রোডে শেষ হয়ে আলোচনা সভা করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি প্রাথী মোঃ মুজাহিদুল ইসলাম, শ্রমিকদলের সভাপতি মোঃহাসান মন্জু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাজী পলাস, পৌর বিএনপির ছাএ বিষায়ক সম্পাদক মোঃইমাম হোসেন।
বেলা ১১:৩০ টায় সাবেক এমপি শহিদুল আলম গ্রুপের সমার্থকরা আনন্দ মিছিল করে বাউফল পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার গোলাবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়ে আলোচনা সভা করেন। এসময়ে বক্তব্য রাখেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মোঃ গিয়াসউদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ সাজাহান মিয়া, সাবেক ছাএদল সভাপতি মোঃ জুরান।
বিকেলে ৪ টায় বিএনপির সহ দফতর সম্পাদক মোঃ মুনির হোসেনের সমর্থকরা বাউফল পৌর শহরের ভিবিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাউফল পরিষদের সামনে শেষ হয় আলোচনা সভা করেন। এসময়ে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোঃবসির আহমেদ পঞ্চায়েত, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আপেল মাহামুদ ফিরোজ, মোঃসিমুল, সহ ইউনিয়ন যুবদলের সভাপতি গন।







