দেশ ও জাতির যে কোনো জাতীয় সংকটে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম।
আজ মঙ্গলবার বিকাল ৪টা ৩০ মিনিটে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামের নেতৃত্বে পল্টনস্থ যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন যুবশক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির মূখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ, মূখ্য যুব উন্নয়ন সমন্বয়ক খালেদ মাহমুদ মোস্তাফা, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার নেসার উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহ (প্রেস), যুগ্ম সদস্য সচিব সুফিয়ান রায়হান (মিডিয়া)।
শুভেচ্ছা বিনিময় শেষে ঘরোয়া আলোচনায় দুই দলের প্রধান দেশ ও জাতির সংকট মোকাবেলায় এক সঙ্গে রাজপথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জাতীয় গুরুত্ব তুলে ধরেন আবদুল মোনায়েম মুন্না। তিনি বলেন, ‘সংস্কার যেমন জরুরী তেমন জরুরী যথাসময়ে জাতীয় নির্বাচন। জাতীয়তাবাদী যুবদল নির্বাচন ও সংস্কার যথাযথভাবে সম্পন্ন করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ সেই সঙ্গে যুবকদের সঙ্গে নিয়ে আগামী নির্বাচন বানচালের সকল চেষ্টা রুখে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তির পথে হাঁটছে বাংলাদেশ। আশাকরি অতি দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের মধ্য দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। যুবশক্তি ও যুবদল কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই সনদ ও নির্বাচনের জন্য লড়াই করবে।’ এছাড়া দেশ ও জাতির কল্যাণে যুবসমাজের প্রতি দেশের প্রত্যাশা অনুযায়ী ঐক্য ধরে রেখে একসঙ্গে কাজ করা হবে আশাবাদ ব্যক্ত করেন যুবশক্তির আহ্বায়ক।
সেই সঙ্গে আগামী নির্বাচনে ফ্যাসিবাদি শক্তিসহ দেশ বিরোধি যে কোনো অপশক্তিকে বিন্দুমাত্র ছাড় না দিয়ে যৌথভাবে মেকাবেলার প্রত্যয় ব্যক্ত করেন দুই দলের প্রধান।







