মীর ইমরান – মাদারীপুর:
মাদারীপুর নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফছানা বিলকিস জেলার কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সোমবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার কর্মরত সিনিয়র সাংবাদিকরা মাদারীপুর জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক দিক নিয়ে খোলামেলা আলোচনা ও মতামত প্রদান করেন। জেলা প্রশাসক সাংবাদিকদের মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।
সভায় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও জেলায় কর্মরত উপস্থিত ছিলেন।







