কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
পিরোজপুর প্রতিনিধি:পিরোজপুরের কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযান। রবিবার দুপুরে উপজেলার দুইটি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ।উপজেলার মানিক মিয়া কিন্টার গার্ডেন সংলগ্ন সিদ্দিকীয়া ডেন্টাল এর মালিক সাইফুল্লাহ সিদ্দিকিয়াকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও লেবেন বিহীন ঔষধ রাখার অপরাধে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে ও উপজেলার শিয়ালকাটি চৌরাস্তায় সিয়াম ড্রাগ হাউজের মালিক আনোয়ার হোসেন মন্টুকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে এই দুটি প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়। এ সময় সাথে ছিলেন কাউখালী উপজেলা সেনিটারী ইন্সপেক্টর এম ইলিয়াস উদ্দিন ও পুলিশের একটি টিম।