জধানীর ফার্মগেট এলাকায় রোববার (২৬ অক্টোবর) মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়েছে। এতে আবুল কালাম নামে এক পথচারীর মৃত্যু হয়। এই ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এই তথ্য জানিয়েছেন।
পরবর্তী সিদ্ধান্ত জানানোর আগ পর্যন্ত আপাতত দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হবে বলেও জানান উপদেষ্টা।







