যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মালয়েশিয়ার কুয়ালালামপুরে পৌঁছেছেন থাইল্যান্ড ও কাম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরের সাক্ষী হতে। দীর্ঘদিনের সীমান্ত বিরোধ সমাধানের জন্য এই চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে ট্রাম্পের বাণিজ্যিক চাপের পর দুই দেশের মধ্যে পাঁচ দিনের সংঘর্ষের অবসান ঘটাতে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। ওই সংঘর্ষে দুই পক্ষ মিলিয়ে ২৪ জনের বেশি নিহত হন।
মালয়েশিয়ায় অবস্থানকালে ট্রাম্প দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান সম্মেলনেও অংশ নেবেন। এক সপ্তাহের এশিয়া সফরের অংশ হিসেবে তিনি জাপানে যুক্তরাষ্ট্রের নতুন নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন এবং দক্ষিণ কোরিয়ায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক ফোরাম নেতৃবৃন্দের সম্মেলনে যোগ দেবেন।
সফরের প্রধান আকর্ষণ হবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গিয়ংজুতে এপেক সম্মেলনের সাইডলাইনে বৈঠক।
থাইল্যান্ড ও কাম্বোডিয়ার সীমান্ত বিরোধ শতাধিক বছরের পুরনো। ফরাসি উপনিবেশকালীন সময়ে সীমান্ত নির্ধারণের পর থেকে এই সমস্যা চলমান। ২০০৮ সালে কাম্বোডিয়া একটি ১১শ শতকের মন্দিরকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে নিবন্ধনের চেষ্টা করলে থাইল্যান্ড তীব্র প্রতিবাদ জানায়।
গত এক দশক ধরে সীমান্তে বিচ্ছিন্ন সংঘর্ষে সৈন্য ও সাধারণ নাগরিকের মৃত্যু ঘটেছে বহুবার।
ট্রাম্প কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে স্বাগত জানান। পরে তিনি দেশটির মন্ত্রী ও শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ট্রাম্পের প্রথম কর্মসূচি হিসেবে থাইল্যান্ড ও কাম্বোডিয়ার সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হওয়া।







