বরিশাল প্রতিনিধ
বিপিএলে টানা ২য় বারের মত ফরচুন বরিশাল টিমের শিরোপা জয় উপলক্ষে বেলস পার্কে উৎসবের অনুষ্ঠানে হুড়োহুড়িতে প্রায় ৫০ জন আহত হয়েছে।
৮/২/২০২৫ ইং রবিবার বরিশাল বেলস পার্ক মাঠে বিপিএল ট্রফি প্রদর্শন অনুষ্ঠানে খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময়ে আয়োজক কমিটির অব্যবস্হাপনা ও পর্যাপ্ত নিরাপত্তার অভাবে দর্শনার্থীদের ভীরে হুড়োহুড়িতে অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
ট্রফি দেখতে এবং খেলায়ারদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে প্রায় লাখের অধিক জনসমাগম ঘটে। কিন্তুু এত লোকের ভীর সামলাতে যে পরিমান নিরাপত্তা থাকার প্রয়োজনীয়তা তার অনেকাংশে ঘাটতি ছিল। এবং এক পর্যায়ে বিক্ষুব্ধ দর্শকরা জুতা ও চেয়ার নিক্ষেপ করে।
উল্লেখ্য গত শুক্রবার রাতে টানা দ্বিতীয়বারের মতো চট্টগ্রামকে হারিয়ে বিপিএলের শিরোপা যেতে ফরচুন বরিশাল।
ট্রফি প্রদর্শন অনুষ্ঠান মঞ্চের নিরাপত্তা বেড়া ভেঙ্গে হাজারো দর্শক চলে আসলে মঞ্চ ছেড়ে নিরাপদে ট্রফি নিয়া দলের খেলোয়ার ও আয়োজকরা চলে যায়। ফলে ট্রফি প্রদর্শন অনুষ্ঠান পন্ড হয়ে যায়।