রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারী এস কে নাসিম (৩২) কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গ্রেপ্তার নাসিম জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের জি ব্লকে থাকতেন। তিনি জেনেভা ক্যাম্পের সাবেক চেয়ারম্যান এস কে জিলানী উরফে কানা জিলানীর ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে তিনটি হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক কারবারিদের মধ্যে সংঘর্ষের সময় এক যুবক নিহত হন। সংঘর্ষের সময় নাসিমকে পিস্তল ও সামুরাই হাতে হামলায় অংশ নিতে দেখা গেছে।
ডিএমপি আরও জানিয়েছে, জেনেভা ক্যাম্প এলাকায় অস্ত্র উদ্ধার ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।







