ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপির ছয় মনোননয়ন প্রত্যাশী একসঙ্গে শোডাউন করেছেন। শুক্রবার আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে মোটর সাইকেল শোডাউন নিয়ে সড়ক পথে কসবায় যান।
ওই ছয় মনোনয়ন প্রত্যাশী হলেন, সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি ও কসবা পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ইলিয়াস, কৃষক দলের কেন্দ্রীয় সাবেক নেতা নাসির উদ্দিন হাজারি, আখাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন, বিএনপি নেতা নাজমুল হোসেন খন্দকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন।
বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তাবায়নের লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে দলের প্রচারণা চালানোর জন্য বিএনপির সাবেক এমপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমানের হস্তক্ষেপে বিভেদ ভূলে এক হয়েছেন। মনোনয়ন প্রত্যাশীরা বিকেলে কসবা উপজেলার মৌলগ্রাম ইউনিয়নের চার গাছ কলেজ মাঠে এক জনসভায় যোগ দেবেন।
স্টেশন এলাকায় তারা নিজেদেরকে মনোনয়ন প্রত্যাশী উল্লেখ করে ঐক্যবদ্ধ হওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
নাসির উদ্দিন হাজারি বলেন, ‘কসবা-আখাউড়ায় যোগ্য প্রার্থী রয়েছে। আমরা একে অপরকে সহযোগিতা করবো। কিন্তু বাইরের কাউকে মনোনয়ন দিলে সহযোগিতা করা হবে না। এলাকার মানুষও তাকে মেনে নিবে না।’
মুশফিকুর রহমান বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি নেতা-কর্মীরা অনেক নির্যাতিত হয়েছে। আমরা এ অবস্থা থেকে পরিত্রান চাই। যে কারণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।







