সাতক্ষীরা প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদে মাত্র সাত মাসের জন্য সংসদ সদস্য হওয়ার সুযোগ পেয়েছিলাম, কিন্তু সেই সময়টাতেই প্রমাণ করেছি রাজনীতিতে সৌজন্য ও ন্যায়বোধই সবচেয়ে বড় শক্তি। আমার সংসদীয় এলাকায় বিরোধী রাজনৈতিক দল জামায়াত-বিএনপির কোনো নেতাকর্মীকে বিনা কারণে গ্রেপ্তার বা কাউকে হয়রানি হতে দেইনি। সব দলের জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করেছি। এভাবেই নিজের স্বল্প রাজনৈতিক সময়কালকে স্মরণ করলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাতক্ষীরা-২ সদর আসনের সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা শহরের কাটিয়াস্থ জেলা জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত “উপজেলা পরিষদের পরিপূর্ণ বাস্তবায়ন”শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
আশরাফুজ্জামান আশু তার বক্তব্যে আরও বলেন, দেশের স্থানীয় সরকার কাঠামোয় জেলাভিত্তিক স্তরের পর যে উপজেলা ব্যবস্থা গড়ে উঠেছে, তা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদেরই সৃষ্টি। উপজেলা পদ্ধতি প্রবর্তনের কারণেই তিনি গণমানুষের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন। আমরা এই উপজেলা দিবস থেকে উপজেলা পরিষদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানাচ্ছি।
এরশাদের রাজনৈতিক দর্শন প্রসঙ্গে আশু বলেন, এরশাদই সংবিধানে ইসলামকে রাষ্ট্র ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি বিশ্বাস করতেন, সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানানো এবং অন্য ধর্মাবলম্বীদের স্বাধীনতা রক্ষা এই ভারসাম্যই শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনের মূল ভিত্তি। তাঁর এই সিদ্ধান্ত আজও বাংলাদেশের ধর্মীয় সহাবস্থানের অন্যতম স্তম্ভ।
উপজেলা পরিষদের পরিপূর্ণ বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভায় সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপনের সভাপতিত্বে ও জেলা জাতীয় তরুণ পার্টির আহ্বায়ক আবু ইয়াছিনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক সাখাওয়াতুল করিম পিটুল, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কাজী আমিনুল হক ফিরোজ ও সাধারণ সম্পাদক কমল বিশ্বাস, জেলা যুব সংহতির সভাপতি আশিকুজ্জামান বাপ্পি ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের, সদর উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মো. কাইমুজ্জামান পাভেল, সাতক্ষীরা সরকারি কলেজ শাখা জাতীয় ছাত্র সমাজের সভাপতি সাকিব জামান দীপ্ত প্রমুখ।
অনুষ্ঠানে দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।







