চাইথোয়াইমং মারমা, স্টাফ রিপোর্টার:
রাঙামাটি জেলা রাজস্থলী গত ১৬ অক্টোবর রাজস্থলী পেশাদার সাংবাদিক সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।
এর নিবার্চন পরিচালনা কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিক্রি করা হয়েছিলো গত ২০ অক্টোবর। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিলো গত ২২ অক্টোবর বুধবার। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছিলো গত ২৩অক্টোবর বৃহস্পতিবার। পরে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশিত করা হয়। নির্বাচনের দিন ধার্য করা হয়েছে ২৫ অক্টোবর শনিবার। নির্বাচনের প্রার্থীদের ইতোমধ্যে প্রচার- প্রচারণা শুরু হয়। পরিচালনা নির্বাচন কমিশন বলেন,দীর্ঘ ২ যুগের পর রাজস্থলী প্রেস ক্লাব নির্বাচনের প্রার্থীরা যার যার প্রচারণা ব্যস্ততা দিন পার করতে দেখা গেছে, নিরপেক্ষ শান্তি শৃঙ্খলা সুন্দর পরিবেশের যাতে পছন্দ ব্যক্তিকে মূল্যবান ভোট দিতে পারে, স্থানীয় উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবেন বলে জানা যায়। সকাল ১১টা হতে ১২ টায় পর্যন্ত ঘন্টাব্যাপী ভোট গ্রহণ চলবে। সূত্র জানা যায়, উপজেলা টাউন হলে ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে বলে নির্বাচন পরিচালনা কমিশন গণমাধ্যম কে জানান।বিজয়ী প্রার্থীরা প্রেস ক্লাবের বিভিন্ন উন্নয়ন টেকসই রুপান্তর মূখ দেখতে আশাবাদী বলে মন্তব্য করেন।
নির্বাচন ঘিরে তৎপর বিভিন্ন পদের প্রার্থীরা। তারা ব্যানারে ও লিফলেটে প্রচার করছেন নানা প্রতিশ্রুতি। নানা মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এ সংগঠনের নির্বাচন। ক্লাবের সদস্য ছাড়াও স্থানীয় সবার দৃষ্টি এখন ওই নির্বাচনের দিকে। শীর্ষ পদে কারা জিতছেন, তা নিয়ে বিভিন্ন মহলে দেখা দিয়েছে জল্পনা-কল্পনা।
সংগঠনের নির্বাচনী সূত্র জানায়, ১০ টি পদ নিয়ে ১০সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হবে।
এবারের নির্বাচনে ১০ টি পদের বিপরীতে ৮জন মনোনয়নপত্র নিয়েছেন। কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেনি। এরমধ্যে সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিন্টু কান্তি নাথ ও সিনিয়র সহ সভাপতি চাইথোয়াইমং মারমা, যুগ্ন সম্পাদক উচ্চপ্রু মারমা ও কোষাধক্ষ্য নুশরাত জাহান নিশু বিনাভোটে
নির্বাচিত হয়।আর বাকী গুরুত্বপূর্ণ ২ টি পদে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন পরিচালনা কমিশন জানান ।