পাইকগাছা প্রতিনিধি:
মহান সংস্কারক ও পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ প্রতিষ্ঠিত ২৩ অক্টোবর উপজেলা দিবস উপলক্ষে খুলনার পাইকগাছায় জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা ও পৌর জাতীয় পার্টির আয়োজনে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাপার আহবায়ক গাজী শহিদুল ইসলাম।
সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক ও উপজেলা সদস্য সচিব শামসুল হুদা খোকন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুর রাজ্জাক সরদার, গাজী মুজিবর রহমান, আলহাজ্ব শেখ আব্দুল আজিজ, শেখ মাসুদুর রহমান, সরদার ফরিদ আহমেদ, মাফিকুল ইসলাম, আব্দুর রহিম, দেবাশীষ সানা, আব্দুল অদুদ, রুহুল আমীন, মোস্তফা গাজী ও রেজাউল মোড়ল প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলা পদ্ধতি ছিল পল্লীবন্ধু এরশাদের যুগান্তকারী উদ্যোগ, যা প্রশাসনকে জনগণের দোরগোড়ায় নিয়ে এসেছে। তাঁরা উপজেলা দিবসকে সরকারি স্বীকৃতি দেওয়ার দাবি জানান।