জয়পুরহাটের ক্ষেতলালে এসএসসি পরীক্ষার জাল সনদ ব্যবহার করে দলিল লেখক পদে লাইসেন্স প্রাপ্ত সৈয়দ আলী মুর্তজা ওরফে রবিন চৌধুরীর অপসারণ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ২টার দিকে ক্ষেতলাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অভিযোগকারী মিজান চৌধুরী। তিনি অভিযোগ করেন, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে রবিন চৌধুরী দলিল লেখক লাইসেন্স অর্জন করেছেন। বিষয়টি তদন্তের জন্য তিনি জেলা রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগের প্রেক্ষিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নির্ধারিত তারিখে তদন্ত না করে অযথা বিলম্ব ঘটাচ্ছেন বলেও দাবি করেন মিজান চৌধুরী। তার অভিযোগ, রবিন চৌধুরীর প্রভাব ও প্ররোচনায় তদন্ত প্রক্রিয়াকে ভিন্নখাতে নেয়ার অপচেষ্টা চলছে।
তিনি আরও জানান, রবিন চৌধুরীর বিরুদ্ধে এর আগেও সি.এস.পি. তহবিল থেকে অর্থ আত্মসাতসহ নানা দুর্নীতির ঘটনায় একাধিক প্রশাসনিক তদন্ত হয়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি জায়গা উপজেলা স্বাব রেজিস্টার তিনি সামান্য দলিল লেখক হয়ে এই ভবনের গুরুত্বপূর্ণ তালা চাবি তার কাছে থাকে কিভাবে৷ আর প্রশাসনি বা গুরুত্বপূর্ণ এ তালা চাবি তার কাছে রাখবেন৷
সংবাদ সম্মেলনে মিজান চৌধুরী প্রশাসনের প্রতি রবিন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।