সুলতান মাহমুদ, দিনাজপুর :
জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত “২০২৪-এর রঙে” গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় রংপুর বিভাগের সেরা নির্বাচিত হয়েছে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল। প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটি পেয়েছে তিন লাখ টাকার পুরস্কার।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।
এর আগে গত ২৮ জুলাই রংপুর জিলা স্কুলের দেয়ালে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে ২৪টি বিদ্যালয়ের মধ্যে ২৩টি অংশগ্রহণ করে। এতে মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল প্রথম স্থান অধিকার করে, লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল দ্বিতীয় এবং দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নবম শ্রেণির শিক্ষার্থী ফাহমিদা আক্তার জানায়, আমরা দিন-রাত পরিশ্রম করেছি এই প্রতিযোগিতার জন্য। বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতা না পেলে এত বড় অর্জন সম্ভব হতো না। বিভাগে প্রথম হতে পেরে আমি গর্বিত।
অন্য শিক্ষার্থী রাহুল ইসলাম বলে, চিত্রাঙ্কনের মাধ্যমে আমরা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি। পুরস্কার পাওয়ায় আনন্দ লাগছে, তবে এখন জাতীয় পর্যায়ে সেরা হওয়ার স্বপ্ন দেখছি।
বিদ্যালয়ের অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, আমাদের শিক্ষার্থীদের এই অর্জন গোটা দিনাজপুর জেলার জন্য গর্বের বিষয়। শিক্ষার্থীরা শুধু পড়াশোনায় নয়, সহশিক্ষা কার্যক্রমেও যে দক্ষতা দেখিয়েছে, সেটি তাদের সৃজনশীলতার পরিচায়ক। এই অর্জন আমাদের আগামীতে জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার অনুপ্রেরণা জোগাবে।”
বিদ্যালয়ের পরিচালক মোস্তফা কামাল বলেন, আমরা সবসময় চেষ্টা করি শিক্ষার্থীদের বহুমুখী বিকাশে সহায়তা করতে। তারা উপজেলায় প্রথম, জেলায় দ্বিতীয় এবং বিভাগে প্রথম হয়ে আজ তিন লাখ টাকার পুরস্কার পেয়েছে—এটি আমাদের পরিশ্রমের ফসল। এখন আমাদের লক্ষ্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়া।
উল্লেখ্য, প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম হওয়ায় রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম তিন লাখ টাকার চেক তুলে দেন মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অধ্যক্ষ মিজানুর রহমান এবং শিক্ষার্থীদের হাতে।