কিশোরগঞ্জের করিমগঞ্জে পুত্রের হাতে পিতা হত্যার চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি আব্দুল আওয়াল ওরফে বাদলকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব–১৪, সিপিসি–২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব জানায়, নিহত ব্যক্তি ছিলেন করিমগঞ্জ উপজেলার নয়াকান্দি গ্রামের বাসিন্দা আঃ মালেক। পারিবারিক কলহ ও মাদকাসক্তির জেরে তার ছেলে আব্দুল আওয়াল প্রায় সময়ই বাড়িতে অশান্তি সৃষ্টি করত এবং স্ত্রীকে নির্যাতন করত।
এরই জেরে তিন মাস আগে স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে যান। পরে স্ত্রীকে ফেরাতে না পেরে ১৭ অক্টোবর সকালে নিজের পিতা আঃ মালেকের ওপর চড়াও হয় ছেলে আব্দুল আওয়াল। পূর্বপরিকল্পিতভাবে ছুরি দিয়ে পিতার বুকে আঘাত করে পালিয়ে যায় সে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মালেককে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, পরে সেখান থেকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেদিনই বিকেল সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
এ ঘটনায় নিহতের ছোট ছেলে খোকন মিয়া বাদী হয়ে করিমগঞ্জ থানায় ছেলে আব্দুল আওয়াল ও অজ্ঞাত আরও তিন-চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
পরে র্যাব–১৪, সিপিসি–২, কিশোরগঞ্জ ও র্যাব–১১, নারায়ণগঞ্জের যৌথ অভিযানে ২২ অক্টোবর বিকেলে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে মামলার প্রধান আসামি আব্দুল আওয়ালকে গ্রেপ্তার করা হয়।