বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, তিনি তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলতে চান মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। যদিও গত এক বছরে তিনি বাংলাদেশের জার্সিতে কোনো ম্যাচ খেলেননি, তবুও মিরপুরকে বিদায়ের মঞ্চ হিসেবে দেখছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
ক্রিকবাজকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সাকিব বলেন, “অবশ্যই ১০০ পারসেন্ট (মিরপুরে শেষ ম্যাচ খেলতে চাই)। আমার চেয়েও এটা ভক্তদের জন্য বড় ব্যাপার হবে। যদি এমনটা ঘটে, তাহলে সেটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হবে।” তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করেননি।
বাংলাদেশের হয়ে সাকিব শেষবার মাঠে নেমেছিলেন গত বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছিলেন তিনি। সেই টেস্টের পর মিরপুরে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলার আশা জাগলেও নানা জটিলতায় সেটি সম্ভব হয়নি।
নিজেকে ঘিরে সমালোচনা প্রসঙ্গে সাকিব বলেন, “মানুষের নানা রকম ভাবনা থাকতে পারে। আমি সেগুলো নিয়ে চিন্তা করি না। মানুষ কী ভাবছে, তা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়।”
যদিও জাতীয় দলের বাইরে ছিলেন গত এক বছর, তবুও বিশ্বজুড়ে বিভিন্ন লিগে নিয়মিত খেলেছেন সাকিব। তিনি পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল) এবং টি-টেন টুর্নামেন্টে অংশ নিয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মাইনর লিগ ক্রিকেটে (এমআইএলসি) আটলান্টা ফায়ারের হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।
আটলান্টা ফায়ারের ব্যাটার সাগর প্যাটেল বলেন, “সাকিব সব সময় হাসছিলেন, শিশুর মতো উচ্ছ্বসিত ছিলেন। আমাদের সঙ্গে খেলাটা তিনি দারুণ উপভোগ করেছিলেন।”
উল্লেখযোগ্যভাবে, ওয়ানডেতে এক ভেন্যুতে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড সাকিবের দখলে। মিরপুরে ৮৯ ম্যাচে তিনি ৪.০৮ ইকোনমিতে ১৩১ উইকেট নিয়েছেন, যা পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামের শারজায় নেওয়া ১২২ উইকেটের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।