নাজমুজ সাকিব, পার্বতীপুর (দিনাজপুর) থেকে :
চাকুরীর মেয়াদ শেষ হওয়ার পরও ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ ধরে রাখার চেষ্টা, শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে সিদ্ধান্ত বদল করলো দিনাজপুরের পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজ কর্তৃপক্ষ।
কলেজের শিক্ষক-কর্মচারীদের সাথে কথা বলে জানা গেছে, গত ১৬ অক্টোবর ছিল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোখলেছুর রহমানের চাকুরি জীবনের শেষ কর্মদিবস। ঐ দিনই নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দানের উদ্দেশ্যে কলেজ গভর্নিং বডির সভাপতি এ,জেড,এম রেজওয়ানুল হকের সভাপতিত্বে মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে জ্যেষ্ঠতার নীতিমালা অনুসরন করে রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রশিদকে সর্বসম্মতভাবে পরবর্তী ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগদানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। কিন্তু গত ১৭ ও ১৮ অক্টোবর সাপ্তাহিক ছুটি শেষে রবিবার কলেজ খুললে চাকরির মেয়াদ শেষ করা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের আসনে বসে ২০ অক্টোবরের শ্যামাপূজা ও দীপাবলির ছুটির নোটিশ জারি করেন। এ ঘটনায় হতবাক শিক্ষক-কর্মচারীরা ছুটির নোটিশে স্বাক্ষর করা থেকে বিরত থাকেন।
গত ২১ অক্টোবর মঙ্গলবার কলেজে এসে শিক্ষক-কর্মচারীরা আবারও চাকুরির মেয়াদোত্তীর্ণ ঐ সহকারী অধ্যাপককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের চেয়ারে বসে থাকতে দেখে বিক্ষুব্ধ শিক্ষক-কর্মচারীরা সকাল সাড়ে ১১ টায় কলেজ মিলনায়তনে আদর্শ কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে দু’ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সিনিয়র শিক্ষক-কর্মচারীদের নিয়ে গঠিত ৯ সদস্যের একটি প্রতিনিধি দল কলেজ গভর্নিং বডির সভাপতি এ,জেড,এম রেজওয়ানুল হকের সাথে সাক্ষাত করে অবসরপ্রাপ্ত ঐ শিক্ষকের স্থলে নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদকে দায়িত্ব অর্পণের দাবী জানান। এতে সাড়া না দিয়ে গতকাল বুধবার অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোখলেছুর রহমানের উদ্যোগে আয়োজিত গভর্নিং কমিটির ১৬ অক্টোবরের মিটিংয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন না করে জ্যেষ্ঠতা নীতিমালা উপেক্ষা করে গনিত বিভাগের সহকারী অধ্যাপক সুশীল চন্দ্র সরকারকে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
এসব ঘটনায় সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোহাম্মদ আব্দুল হাই শিকদার স্বাক্ষরিত চিঠিতে সহকারী অধ্যাপক হিসেবে তার চাকুরীর মেয়াদ এক বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে। তবে, কলেজ গভর্নিং বডির সভাপতি এ,জেড,এম রেজওয়ানুল হক বলেন, চিঠির বিষয়টি আমলে নেওয়া হচ্ছে না। শেষ খবর পাওয়া পর্যন্ত নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুশীল চন্দ্র রায় এখনও কোন নিয়োগপত্র পাননি বলে একাধিক সূত্রে জানা গেছে।