ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সদরে সুহিলপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্ত:ত ১৫ জন আহত হয়েছে। বুধবার রাতে এ সংঘর্ষের ঘটনায় এ সময় কুমিল্লা- সিলেট মহাসড়কে যান চলাচল প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে। এতে তিন কিলোমিটার এলাকায় তীব্র যানজট তৈরি হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সুহিলপুর ইউনিয়নের উকিল গোষ্ঠীর সাদ্দাম মিয়া তিন দিন আগে আজিজ গোষ্ঠীর আক্তার হোসেনকে তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে চড় মারেন। এরপর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে।
বিকেলে বিষয়টি মীমাংসার জন্য শালিস বৈঠক অনুষ্ঠিত হলেও সমাধান না হওয়ায় রাতে দেশীয় অস্ত্র নিয়ে দুই গোষ্ঠির লোকজন মহাসড়কে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয়পক্ষের অন্ত:ত ১৫ জন আহত হয়।
সংঘর্ষ চলাকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। এতে মহাসড়কে ভোগান্তিতে পড়েন বহু যাত্রী ও পরিবহন শ্রমিক। সংঘর্ষের সময় উভয় পক্ষের লোকজন বাড়িঘর, দোকানপাটে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে সংঘর্ষের তীব্রতা বাড়তে থাকায় পরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে পরিস্থিতি শান্ত করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে প্রথমে পুলিশ গিয়ে চেষ্টা করে নিয়ন্ত্রণে আনতে। পরে যৌথবাহিনী এসে পরিস্থিতি শান্ত করে।