আলিফ আল সুফিয়ান রঙ্গন
(বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি)
বাংলাদেস মেরিটাইম ইউনিভার্সিটির (BMU) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (অনার্স) ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ ও ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের অধীনে মোট পাঁচটি বিভাগে ২০০ আসনের জন্য ভর্তি পরীক্ষা নেওয়া হয়। আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.bmu.edu.bd-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
আসন বণ্টন ও বিভাগসমূহ:
বিশ্ববিদ্যালয়টির চারটি অনুষদের আওতায় পাঁচটি বিভাগে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়। ফ্যাকাল্টি অব আর্থ অ্যান্ড ওশান সায়েন্স অনুষদের অধীনে বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি এবং বিএসসি (অনার্স) ইন ফিশারিজ — প্রতিটিতে ৪০টি করে আসন রয়েছে।
ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অধীনে বিএসসি ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০টি আসন রয়েছে। ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স অ্যান্ড পলিসির অধীনে এলএলবি (অনার্স) ইন মেরিটাইম ল’ বিভাগে ৪০টি আসন এবং ফ্যাকাল্টি অব শিপিং অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস বিভাগে ৪০টি আসন রয়েছে।
ভর্তি পরীক্ষা ও যোগ্যতা:
গত বছরের নীতিমালা অনুযায়ী, বিজ্ঞান শাখা থেকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে, সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।
২০১৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (BMU) দেশের একমাত্র সরকারি মেরিটাইম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশকে “ব্লু ইকোনমি” বা নীল অর্থনীতির পথে এগিয়ে নিতে দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যেই এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
এখানে শিক্ষার্থীরা নৌ-প্রকৌশল, সামুদ্রিক আইন, সমুদ্রবিজ্ঞান, পোর্ট ব্যবস্থাপনা এবং লজিস্টিকস বিষয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা লাভের সুযোগ পেয়ে থাকে। বিশ্ববিদ্যালয়টির কারিকুলাম প্রণীত হয়েছে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO) ও STCW কনভেনশন অনুযায়ী, যা শিক্ষার্থীদের বৈশ্বিক পরিসরে পেশাগত স্বীকৃতি অর্জনে সহায়তা করে।
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি দেশের একমাত্র সরকারি মেরিটাইম বিশ্ববিদ্যালয় হিসেবে একটি স্বতন্ত্র মর্যাদা ধারণ করে। এখানে আধুনিক ল্যাবরেটরি, সিমুলেটর এবং গবেষণার সুযোগ রয়েছে। আন্তর্জাতিক কারিকুলাম, দক্ষ শিক্ষক, এবং বাস্তবভিত্তিক প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে BMU শিক্ষার্থীদের মেরিন ও সামুদ্রিক খাতে কর্মযোগ্য করে তুলছে।
এ ছাড়া ব্লু ইকোনমি, সামুদ্রিক নিরাপত্তা, ও উপকূলীয় উন্নয়নে সরাসরি অবদান রাখার সুযোগও সৃষ্টি করে দিচ্ছে এই প্রতিষ্ঠান। সরকারি বৃত্তি ও বিদেশে উচ্চশিক্ষার সুযোগের দিক থেকেও বিশ্ববিদ্যালয়টি উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে।
ভর্তি আবেদন শিগগিরই শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগ্রহী শিক্ষার্থীরা ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানতে পারেন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে—
https://www.bmu.edu.bd