মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা)।
বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক সংগঠনের নাম। যেই সংগঠনে কোন চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ লোকের স্থান নেই। একটি ন্যায় ও ইনসাফভিত্তিক দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। এই জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র করে গড়ে তুলবে ইনশাআল্লাহ্। (২২ অক্টোবর) বুধবার দিনব্যাপী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত পাড়া-মহল্লা, হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠানে গনসংযোগকালে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলা হবে। ফ্যাসিস্ট হাসিনা দেশকে এককভাবে অন্যায় ও অবিচারের মাধ্যমে পরিচালনা করেছে। ভাতের এবং ভোটের অধিকার থেকে সাধারন মানুষকে বঞ্চিত করেছে। আর কাউকে এদেশে ফ্যাসিস্ট হতে দেওয়া যাবে না। এতে সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাঈন উদ্দিন সাঈদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম শাহীন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আলমগীর হোসেন সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম। এসময় কামরুল হাসান, ওমর সানি, সোহেল ইসলাম, মাওলানা বাছির উদ্দিন, আব্দুল্লাহ আল জুবায়েরসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।