কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নতুন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘কমল’ এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সংগঠনটির প্রতিষ্ঠাতা মোস্তাফিজুর রহমান শুভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল মালেক আকাশ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম হোসেন।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ফার্মেসি বিভাগের ওয়াসিম সাকিব, সাংবাদিকতা বিভাগের আতিকুর রহমান রিয়াদ ও আসাদুল ইসলাম রুহুল, প্রবর্তন ও ব্যবস্থাপনা বিভাগের মোঃ সোলেমান খান, বাংলা বিভাগের আব্দুল্লাহ মোহাম্মদ সাদ্জিদ ও মোফাজ্জল হোসেন, গণিত বিভাগের মেহেদী হাসান ফারহান, ব্যবস্থাপনা বিভাগের তানভীর মোহাম্মদ অমর, এবং আইন বিভাগের জোবায়ের আহমেদ।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মার্কেটিং বিভাগের সাদেক সাকের, ইংরেজি বিভাগের ইমতিয়াজ রহমান সাকিব, প্রবর্তন বিভাগের তামান্না আক্তার, ব্যবস্থাপনা বিভাগের মোঃ সাকিব খান, আইন বিভাগের জিবরান হাসান রাঈদ, এবং বাংলা বিভাগের নাজিফা খানম।
উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন নৃ-বিজ্ঞান বিভাগের গিয়াস উদ্দিন আশিক, আইন বিভাগের রিয়াজ উদ্দিন অন্তর এবং বাংলা বিভাগের সাফায়েত হোসেন সজল।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিনির্মাণের লক্ষেই এই পথ চলা। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সকল ধরনের সেবা, নিরাপত্তা, দেশপ্রেমের লক্ষে একদল শৃঙ্খলাবদ্ধ মেধাবী তরুণদের নিয়ে গঠিত হলো ক্যাম্পাস ভিত্তিক এই সংগঠন। আশা করি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পাশে থাকবে “কমল” পরিবার। আমি তার সফলতা কামনা করি।’
সদস্য সচিব নাঈম হোসেন বলেন, ‘কমল সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাশ্রম এবং নাগরিক সচেতনতার উদ্দেশ্যে আমাদের এই সংগঠন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কে সেবা, শৃঙ্খলা এবং দেশপ্রেমের শপথ নিয়ে আমাদের সাথে কাজ করার আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন আমাদের এই সংগঠনটি এক প্রকার ভলান্টিয়ার সংগঠন,এখানে যারা কাজ করছে বা করবে সকলে সেচ্ছা শ্রমে অনুপ্রাণিত হয়ে কাজ করতে হবে। আশা করি আমরা সুস্থ ও সুন্দর ক্যাম্পাস গঠনে সকল শিক্ষার্থীদের নিয়ে এগিয়ে যাবো।’
উল্লেখ্য, আগামী ৪৫ দিনের মধ্যে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।