পিরেজপুর প্রতিনিধি:
পিরোজপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি প্রকাশিত হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী ও সাধারন সম্পাদক রাজিব আহসানকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র্যালী ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
রবিবার ( ৯ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পিরোজপুর পৌরসভা চত্বর থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয় এসে শেষ হয়। আনন্দ র্যালী শেষে দলীয় কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন নবগঠিত জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মনি, সদস্য সচিব মোঃ তহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ নাদিম শেখ। আলোচনা সভা শেষে পিরোজপুর জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ও কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মনিরুজ্জামান মনি বলেন, বিগত ১৭ বছর ধরে যারা মামলার শিকার হয়েছে, যারা রাতে বাড়ি ঠিকমত ঘুমাতে পারেনি এবং যারা দলের জন্য নিবেদিত প্রাণ, এ ধরনের কর্মীদের মূল্যায়ন করা হবে। যারা আওয়ামীলীগ ও জামায়াতের দোসর তাদের এই স্বেচ্ছাসেবক দলে কোনো স্থান নেই। পিরোজপুর স্বেচ্ছাসেবক দলে ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হবে।
বার্তা প্রেরক
সৈয়দ বশির আহম্মেদ
পিরেজপুর।