সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার পুলিশের বিশেষ অভিযানে ৫ ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৫) শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরী,এসআই বাবলু কুমার পাল, এএসআই মোঃ আরিফুল ইসলাম ভূঁইয়া ও এএসআই মোঃ নাজমুল হোসেন এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন;—
১) রাজু মিয়া (২৬): পূর্ব লইয়ারকুল (কোদালীপাড়া)
২) গোলাপ মিয়া ওরফে (সৌরভ),সোনার বাংলা রোড (ভাসমান)
৩) মোঃ রহিম: নতুন বাজার (ভাসমান)
৪) জসিম মিয়া: সাইটুলা
৫) রিয়াদ মিয়া (২৬): পাঁচাউন
পুলিশ জানায়,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে গ্রেফতারি পরোয়ানা ছিল এবং তাদেরকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার এক কর্মকর্তা বলেন,”অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনগণের নিরাপত্তায় পুলিশ সবসময় সতর্ক।”