শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে রেললাইন থেকে এক যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারী) সকাল ৮ টায় উপজেলার ঢেলাপীর রেলগেটে এই ঘটনা ঘটেছে। এটাকে দূর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু বলা হলেও অনেকে আত্মহত্যা বা হত্যা করে ফেলে যাওয়া হয়েছে বলে ধারণা করছেন।
নিহতের নাম রশিদুল ইসলাম (২৮)। তিনি বোতলাগাড়ী ইউনিয়নের কিসামত কাদিখোল গ্রামের মাহাবুল ইসলামের ছেলে। তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির বিক্রয় প্রতিনিধি এবং সৈয়দপুর শহরের বাস টার্মিনাল এলাকায় ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন।
সৈয়দপুর রেলওয়ে থানার দায়িত্বরত উপ-সহকারী পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হক সরকার জানান, শনিবার সকাল ৮ টায় এই দূর্ঘটনা ঘটেছে। নীলফামারী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েছে যুবকটি।
তিনি আরও বলেন, পুলিশ পৌছানোর আগেই পরিবারের লোকজন লাশ উদ্ধার করে গ্রামের বাড়িতে নিয়ে যায়। শহরের বাসা থেকে রাতেই স্ত্রীসহ গ্রামের বাড়িতে গিয়ে ছিল। সকালে শহরে আসার পথে দূর্ঘটনায় পতিত হয়েছে বলে পারিবারিকভাবে জানা গেছে। পরিবারের কারও কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে একটা সূত্রের মতে এটা নিছক কোন দূর্ঘটনা নয়। বরং আত্মহত্যা বা হত্যার ঘটনা হতে পারে। কারণ অসাবধানতা বশত: দূর্ঘটনা হলে দ্বিখণ্ডিত হয়ে শরীর থেকে মাথা আলাদা হওয়ার কথা নয়। রেললাইনে নিজে থেকে মাথা পেতে না দিলে এমনটা অস্বাভাবিক।
তাছাড়া রশিদুল সিগারেট কোম্পানিতে চাকুরির কারণে সবসময় মোটর সাইকেল ব্যবহার করতো। কিন্তু ঘটনাস্থলে তার কোন বাহন ছিলনা। এমনকি তার মোটর সাইকেল খোয়ানোরও কোন ঘটনা ঘটেনি। এর প্রেক্ষিতে ধারণা করা হচ্ছে পারিবারিক কোন সমস্যার কারণে আত্মহত্যা করেছে অথবা তাঁকে হত্যা করে রেল লাইনে ফেলে দেয়া হয়েছে।
এব্যাপারে নিহত যুবকের চাচা ইউনুস আলীর সাথে মুঠোফোনে কথা হলে, তিনি বলেন, হত্যা বা আত্মহত্যা নয়। দূর্ঘটনাতেই রশিদুলের মৃত্যু হয়েছে। তার একটু মাথার সমস্যা ছিল। একারণে রেল লাইন পাড় হতে গিয়ে বুঝে উঠতে পারেনি। সে মোটর সাইকেল নিয়ে যায়নি কেন প্রশ্ন করলে তিনি কোন জবাব দেননি।
শাহজাহান আলী মনন
নীলফামারী জেলা প্রতিনিধি
মোবাইল -০১৩০৩৬৯২২২৭
তারিখ -০৮/০২/২০২৫ ইং