ছোট পর্দার নতুন নাটকে আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মানকে দেখা মিলেছে নতুন চরিত্রে। ‘খুঁজি তোকে’ শিরোনামের একক নাটকে সাদিয়া অভিনয় করেছেন, যেখানে তিনি আরও একবার জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা ইয়াস রোহানের সঙ্গে।
নাটকটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত, যিনি একই সঙ্গে চিত্রনাট্যও লিখেছেন। সাদিয়া আয়মান ও ইয়াস রোহানের পাশাপাশি নাটকের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সাবেরী আলম, আরেফিন জিলানী, শওকাত হোসেন মামুন, শামীম আহমেদ, ইমেল হক, মামুন খান, মেহেদি হাসান তরু, দীঘি, সায়মা, প্রসেনজিৎ, আরিয়ান প্রমুখ। সম্প্রতি নাটকটি ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে দর্শকের জন্য উন্মুক্ত করা হয়েছে।
সাদিয়া আয়মান জানান, তিনি অভিনয়ের জন্য সবসময় ভালো এবং ব্যতিক্রমী গল্প বেছে নেন। তিনি বলেন,
“‘খুঁজি তোকে’ তেমনই একটি নাটক, যার গল্প ও চরিত্র আগের অভিনীত নাটকগুলোর থেকে কিছুটা আলাদা। ইমরাউল রাফাত একজন পরীক্ষিত নির্মাতা, তাই তার কাজ নিয়ে আশাবাদী হওয়া যায়। পরিকল্পনা অনুযায়ী কাজটি হয়েছে, তাই গল্প, চরিত্র, শিল্পীদের অভিনয় ও নির্মাণ সব মিলিয়ে নাটকটি দর্শকের প্রত্যাশা পূরণ করবে।”
সাদিয়া ছাড়াও নাটকটি নিয়ে আশাবাদী হয়েছেন ইয়াশ রোহানসহ অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা। নির্মাতা ইমরাউল রাফাতও আশা প্রকাশ করেছেন, নাটকটি এ সময়ের দর্শকের মনে শক্ত ছাপ ফেলবে।
এদিকে, ‘খুঁজি তোকে’ ছাড়াও সম্প্রতি সাদিয়া আয়মান আরও বেশ কিছু নাটকে অভিনয় করেছেন, যা চলতি বছরের বিভিন্ন সময়ে প্রকাশ পাবে।







