মুস্তাকিম আহমেদ মুস্তাক,সিলেট
সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে বাস চাপায় দুই যাত্রী নিহত হয়েছেন।
শনিবার সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জে বাস সিএনজি চালিক অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে বাস চাপায় সিএনজিতে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন।
নিহতরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার বেতগঞ্জ গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে জমির হোসেন একই গ্রামের ফিরোজ আলীর ছেলে আলীনুর।
শনিবার জেলার জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আব্দুর রশীদ সরকার এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, শনিবার সকালে সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহি একটি বাস ও অপরদিকে শান্তিগঞ্জ থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহি অপর একটি সিএনজি চালিত অটোরিক্সা উপজেলার জয়কলস ইউনিয়নের আহসান মারা সেতুর পাশে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ৫ যাত্রী আহত হন। দূর্ঘটনার পর চালক দ্রুত গতিতে বাস চালিয়ে যাত্রীসহ সিলেট অভিমুখে পালিয়ে যায়।
পরে শান্তিগঞ্জ থানা পুলিশ, জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা , ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
সিলেট-০৮-০২-২৫