শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

আগামী ১৯ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

 

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১৯ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে ১৯ আগস্ট সকালে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, তিনটি গ্রুপে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক-গ্রুপে- প্লে থেকে ৩য় শ্রেনীর শিক্ষার্থীরা ‘রং তুলিতে বঙ্গবন্ধু’, খ-গ্রুপে- ৪র্থ থেকে ৫ম শ্রেনীর শিক্ষার্থীরা ‘শোকাবহ আগস্ট’ এবং গ-গ্রুপে- ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা ‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ’ বিষয়ের উপর চিত্রাঙ্কন করবে। প্রতিযোগিতা শেষে একই দিন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন করতে হবে।

এ বিষয়ে বিস্তারিত জানতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) জয়নাল আবেদীনের ০১৩২০-১১৪৯০৪ অথবা পুলিশ সুপারের কার্যালয়ের আইসিটি শাখার জুটন চন্দ্র দাসের ০১৭১৪-২৬৫৩৩৫ মুঠোফোন নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বাংলাদেশের মানুষের স্বপ্নকে ধুলিস্যাৎ করতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের ১৮জনকে নির্মমভাবে হত্যা করেছিল। কিন্তু ঘাতকদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। দেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ থেকে ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে। ২০৪১ সালে দেশের নেতৃত্ব দিবে আজকের এই শিক্ষার্থীরা। তারা হয়ে উঠবে এই জাতির কর্ণধার। এই প্রতিযোগিতা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজে লাগবে। সবাই মিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখা স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * আগামী ১৯ আগস্ট জাতীয় শোক দিবস
সাম্প্রতিক সংবাদ