রাজশাহী প্রতিনিধি: মানবতার রাজনীতির দল ‘World Humanity Revolution – বিশ্ব ইনসানিয়াত বিপ্লব’-এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত সরকারের পুলিশের শিক্ষকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে আল্লামা ইমাম হায়াত বলেন, শিক্ষকদের সামান্য দাবি নিয়ে আলোচনা না করে হামলা চালানো চলমান ক্ষমতাসীন চক্রের স্বৈরাচারী ও মানবতাবিরোধী আচরণ প্রকাশ করে। তিনি উল্লেখ করেন, কোনো সভ্য সমাজে শিক্ষকদের অবমাননা করা হয় না।
তিনি আরও বলেন, সীমাহীন দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদের লুটপাটে লিপ্ত ক্ষমতাসীন চক্র শিক্ষকদের ন্যূনতম অধিকারও মেনে না নিয়ে হামলার মাধ্যমে দমন করলে দেশের শিক্ষাব্যবস্থা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।
চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত শিক্ষকদের ওপর হামলার নির্দেশকারীদের শনাক্ত ও হামলাকারীদের শাস্তি দাবি করেছেন।