রিপন মারমা,
জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় বন অধিদপ্তর বাস্তবায়নাধীন “বিরূপ প্রভাব মোকাবেলায় সারা দেশব্যাপী ব্যাপক বনায়ন কর্মসূচি (চতুর্থ পর্যায়)” প্রকল্পের অংশ হিসেবে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদের সামনে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বড়ইছড়ি বনশুল্ক পরীক্ষণ ফাঁড়ি ও বড়ইছড়ি নার্সারী কেন্দ্রের বাস্তবায়নে চারাগুলো কাপ্তাই আশিকা ইয়ুথ গ্রুপের সদস্যসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করা হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারাগুলো বিতরণ করেন।
উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, বনশুল্ক পরীক্ষণ ফাঁড়ির কর্মকর্তা এসএম মহিউদ্দীন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহামুদ হাসান, নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, বনবিভাগের সদস্য ওসমান গণি সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।
বিতরণকৃত চারার মধ্যে ছিল আম, জাম, পেয়ারা, জলপাই, চালতা, বহেরা, আমলকি, হরিতকি, সুপারি, তেঁতুল, আমড়া সহ বিভিন্ন প্রজাতির গাছ।