বিশেষ প্রতিবেদক:
রাঙ্গামাটির রাজস্থলী থানা পুলিশ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে আটক করেছে। আটক মো, আরমান উদ্দিন (২০) রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের অংজাইন পাড়া এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে। ১৪ অক্টোবর মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে আসামীকে আটক করা হয়েছে।
রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ওসি ইকবাল বাহার চৌধুরী গণমাধ্যম কে জানান, মোঃ আরমান মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে পুলিশের পক্ষে জানান। রাজস্থলী থানার পুলিশের সঙ্গীয় আভিযানিক দল গোপন সংবাদের ভিক্তিতে তে অংজাইন পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আসামীর বিরুদ্ধে পরবর্তী আইননুগত ব্যবস্থা গ্রহন করে মঙ্গলবার বিকালে রাঙ্গামাটি জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান।