তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) আবুধাবিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহীদি।
টানা দুই ম্যাচ হেরে সিরিজ আগেই হারিয়েছে বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে এ প্রথমবার আফগানিস্তান বাংলাদেশকে হোয়াইটওয়াশের পথে ঠেলে দিয়েছে। হোয়াইটওয়াশ এড়াতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের জন্য।
প্রথম দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণে বাংলাদেশ দলের একাদশে চারটি পরিবর্তন আনা হয়েছে। টিম ম্যানেজমেন্ট আশা করছে নতুন একাদশ ম্যাচে দলকে শক্তিশালী করবে এবং জয়ের দিকে নিয়ে যাবে।