রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে মঙ্গলবার (১৪ অক্টোবর) বিশ্ব মান দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাজশাহী বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
বিভাগীয় কমিশনার তার বক্তব্যে বলেন, পণ্য ও সেবার মান নিশ্চিত হওয়া যেমন জরুরি, সমাজের মান ঠিক রাখা ততটাই গুরুত্বপূর্ণ। ফুটপাতের মান ঠিক না থাকলে মানুষ হাঁটতে পারে না এবং শিক্ষার্থীর মৌলিক জ্ঞান অজানা থাকলেও তার মান ঠিক নেই। মান ঠিক রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিএসটিআইয়ের পরিচালক জহুরা সিকদার। তিনি জানান, বিশ্বের ১৭৪টি দেশে একযোগে মান দিবস পালন করা হচ্ছে। মান নিয়ন্ত্রণ মানুষ ও পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন এবং আন্তর্জাতিক মান অর্জন ছাড়া শিল্পের বিকাশ সম্ভব নয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার এবং রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। আইন প্রয়োগ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মান নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করা হয়।