শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

খুলনায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

দেবব্রত ব্যানার্জী, খুলনা প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় চিংড়ি ঘেরে ভাসমান অবস্থায় বিশ্বজিৎ সানা (৩০) নামক এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বুধবার (৯ আগস্ট) আনুমানিক সকাল ৭ টার দিকে এলাকার লোকজন সোলাদানা ইউপি’র আমুরকাটা ও দীঘা গ্রামের সীমানায় প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চিংড়ী ঘেরে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ।

পারিবারিক সূত্রের উদ্বৃতি দিয়ে থানা পুলিশ জানায়, গত রবিবার রাতে সে নিজ ঘরে ঘুমিয়ে ছিলো। কিন্তু পরের দিন সকাল থেকে তাকে আর ঘরে দেখা যায়নি। তারপর হতে সে নিখোঁজ ছিল। সম্ভব্য সব জায়গায় খোঁজাখুঁজির পরও পরিবারের লোকজন তার কোন সন্ধান পায়নি। নিহত বিশ্বজিৎ সোলাদানা ইউনিয়নের আমুরকাটা গ্রামের মৃত মনোরঞ্জন সানার ছোট ছেলে। সর্বশেষ বুধবার সকালে স্থানীয় জনৈক ব্যাক্তি পঙ্কজ সরদারের চিংড়ী ঘেরে তার লাশ ভাসতে দেখে প্রথমে নিহতের পরিবারকে জানায়। পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ দেখে বিশ্বজিতের বলে শনাক্ত করলে থানা পুলিশে খবর দেওয়া হয়। এ ঘটনায় পাইকগাছা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আনজির হোসেন জানান, বিশ্বজিৎ সানা গত রবিবার থেকে নিখোঁজ ছিল। স্থানীয়দের উদ্বৃতি দিয়ে তিনি জানান, নিহত বিশ্বজিৎ এলাকার বিভিন্ন মাছের ঘেরে রাতে চুরি করে মাছ ধরতো। ঘটনার দিন রাতে কোনো ঘেরে মাছ ধরতে গেলে তাকে পিটিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তার হত্যার প্রকৃত রহস্য উদঘটনে ব্যাপকভাবে তদন্ত করা হচ্ছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, নিহত বিশ্বজিৎ হত্যার রহস্য  উদঘটনে চুরি ও পরকীয়ার সূত্র ধরে তদন্ত কাজ চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * উদ্ধার * খুলনা * নিখোঁজ * মরদেহ
সাম্প্রতিক সংবাদ