পলাশ মন্ডল, সারিয়াকান্দি প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের যমুনা নদীর আকস্মিক পানি বৃদ্ধি ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আতিকুর রহমান। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, হাটশেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মেহেদী হাসান আলো, উপ-সহকারী প্রকৌশলী (পিআইও) জাহিদুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার জানান, নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেওয়া হচ্ছে এবং নদী ভাঙন রোধে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হবে।