মুজাহিদুল ইসলাম, (জবি প্রতিনিধি):
আসন্ন জকসু নির্বাচনে এমফিলে ভর্তি হওয়া শিক্ষার্থীদের যুক্তকরণের নিশ্চয়তা প্রদান সহ ৪ দাবিতে স্মারক লিপি প্রদান করে শিক্ষার্থীদের একটি দল।
উল্লেখিত দফা চারটি হলো:
১. জকসুতে এমফিলে ভর্তি হওয়া শিক্ষার্থীদের যুক্তকরণে নিশ্চয়তা প্রদান করে বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এমফিলে ভর্তি হওয়ার জন্য সময় বাড়াতে হবে এবং এমফিলে ভর্তির সিজিপিএ শিখিল করতে হবে।
২. বিশেষ বৃত্তি শিক্ষার্থীদেরকে জকসু নির্বাচনের আগে প্রদান করতে হবে।
৩. আবাসনখাতে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে আগামী ০৬ মাসের মধ্যে বাণী ভবন ও আব্দুর রহমান হলের কাজ সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করে জানাতে হবে।
৪. চলতি বছরের মধ্যে ২য় সমাবর্তন আয়োজনের রোডম্যাপ প্রকাশ।
এছাড়াও স্মারক লিপিতে আরও বলা হয় এমফিল প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরাও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামোর অংশ। তাদেরকে জকসুর আওতায় আনলে বিশ্ববিদ্যালয়ের নীতি, শিক্ষা ও প্রশাসনিক বিষয়ে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। একই সঙ্গে, এমফিল প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়ার সময়সীমা সীমিত হওয়ায় অনেক যোগা প্রার্থী সুযোগ হারাচ্ছেন। তাই বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে যেনো ভর্তির সময় বৃদ্ধি করা হয়।
স্মারক লিপিতে আরও বলা হয় অর্থনৈতিকভাবে অস্বচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় বিশেষ বৃত্তি দ্রুত প্রদান করা প্রয়োজন। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় অনুপ্রেরণা বাড়বে এবং জকসু নির্বাচনের আগে ইতিবাচক পরিবেশ তৈরি হবে।
এছাড়া দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে বাণী ভবন ও আব্দুর রহমান হলের কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়। শিক্ষার্থীরা মনে করেন, দাবিগুলোর দ্রুত বাস্তবায়ন বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি ও শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।