অ আ আবীর আকাশ, (লক্ষ্মীপুর প্রতিনিধি):
লক্ষ্মীপুরে ইলিশ প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নেমেছেন কিছু অসাধু জেলে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে মজু চৌধুরী ঘাট দিয়ে মেঘনা নদীতে অভিযান চালায় জেলা মৎস্য অফিস ও কোস্টগার্ডের যৌথ টিম।
অভিযান চলাকালে জেলেদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল, নৌকা ও ইলিশ মাছ জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত কিছু তাজা ইলিশ নদীতে অবমুক্ত করেন জেলা মৎস্য কর্মকর্তা।
জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন,
“বারবার নিষেধ সত্ত্বেও কিছু অসাধু জেলে নদীতে মাছ শিকার করছে। তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও জানান, ২২ দিনের এই অভিযানে এখন পর্যন্ত ৯৫টি অভিযান পরিচালিত হয়েছে এবং ২২টি মোবাইল কোর্ট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১১টি মামলায় ৪ জনকে আটক ও ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সরকার ঘোষিত এ ইলিশ সংরক্ষণ অভিযান ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের সকল নদীতে চলবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা।
২০০ কেজি মাছ ও দেড় লক্ষ মিটার জাল জব্দ করা হয় এবং তা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।